বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেশি দামে লবন বিক্রি করায় কুমিল্লা নগরীতে জরিমানা, টানানো হলো বিক্রয় তালিকা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৯, ২০১৯
news-image

শাহ ইমরানঃ
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় কুমিল্লার নগরীর ঝাউতলায় আমানা বিগ বাজারকে লবন মজুদ  রেখে কৃত্রিম সংকট তৈরি করার কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারা অনুযায়ী  ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও চকবাজারের দুইটি দোকানকে বেশি দামে লবন বিক্রি করার জন্য ৮ হাজার  টাকা জরিমানা করা হয়। পরে নগরীর রাজগঞ্জ বাজারও মনিটরিং করেন।এ সময় বিভিন্ন দোকানে বিক্রয় তালিকা টানানো হয়।


মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম জানান, দেশে লবনের কোন ঘাটতি নাই। ব্যবসায়ীদেরকে সঠিক দামে লবন বিক্রি করতে হবে।  অন্যথায় তাদের আইনের আওতায় আনা হবে।

কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

আর পড়তে পারেন