শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেগম জিয়ার শারিরীক অবস্থা নিয়ে নতুন ইস্যু খুঁজছে বিএনপি- ওবায়দুল কাদের

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৪, ২০১৮
news-image

তানজিনা রুমকিঃ
সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম পি বলেছেন বেগম জিয়ার শারিরীক অবস্থা নিয়ে নতুন ইস্যু খুঁজছে বি এন পি। বি এন পি বলেছেন বেগম জিয়া মাইল্ড স্ট্রোক করেছেন। কিন্তু কারাগারের ভালো চিকিৎসক বলেছেন বেগম জিয়ার সুগার প্রবলেম হয়েছে। স¦রাষ্ট্র মন্ত্রী প্রস্তাব দিয়েছেন বেগম জিয়াকে সি এম এইচ হাসপাতালে চিকিৎসা প্রদানের জন্য। কিন্তু তিনি সেখানে যেতে চান না। সি এম এইচ হাসপাতালের উপর তাদের কোনো আস্থা নেই।

বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি এলাকায় সড়ক পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলে।

মন্ত্রী আরো বলেন, বি এন পি সব ধরনের আন্দোলনের চেষ্টায় ব্যর্থ হয়েছে। গত সংসদ নির্বাচনে অংশগ্রহন না করে সারা দেশে জ্বালাও পোড়াও করে। তারা ৯ বছরে ৯ মিনিট আন্দোলন করতে পারেনি। তাদের আন্দোলনে জনগণ সায় দেয়নি।

তিনি আরো বলেন, কারাগারের ভিতর খালেদা জিয়াকে সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সাবেক প্রধান মন্ত্রী হিসেবে কারাগারে সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন।
মন্ত্রী আরো বলেন, কুমিল্লা ময়নামতি থেকে বি.বাড়িয়া জেলার ধরখাড় পর্যন্ত ৫৮ কি:মি: সড়কে ৫ হাজার ৬৯০ কোটি টাকা ব্যয়ে চার লেন সড়ক আগামী সরকারের মেয়াদে শুরু হতে যাচ্ছে। ঘরমুখো মানুষের এবার ঈদ যাত্রা বিগত কয়েক বছরের তুলনায় অনেক ভালো। কোথাও কোনো যানজট নেই।  মন্ত্রীর পরিদর্শনকালে সড়ক ও জনপথের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন