শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃষ্টি ও খোকা- আবু হানিফ জাকারিয়া

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৩, ২০১৮
news-image
রোজ সকালেই বৃষ্টি ঝরে
ঝম ঝমাঝম ঝম।
তাইতো খোকা থমকে গেছে
থম থমাথম থম।
 সারাদিনই হোক বা নাহোক
 সকালবেলা হয়।
 দুষ্টু বৃষ্টি খোকাকে কি রোজ
 দেখাবে শুধু ভয়?
স্কুল যাবার সময় হলে
বৃষ্টি ঝেঁপে আসে।
যদিও খোকা বৃষ্টি টাকে
খুবই ভালোবাসে।
এক দু’দিন স্কুল কামাই
হয়ত ভালো লাগে।
বৃষ্টি ভায়া এমন দুষ্টু
ছিল নাতো আগে।
রাতের বেলা সবাই যখন
ঘুমের দেশে থাকে।
বৃষ্টি তোমার আসার পথটা
কে আটকিয়ে রাখে?

আর পড়তে পারেন