বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচং-এ ৪০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩০, ২০২০
news-image

 

মোঃ জামাল উদিন দুলাল:

কুমিল্লার বুড়িচং থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ী কে আটক করে থানায় নিয়ে আসে। বুড়িচং থানার এস আই সুজয় কুমার মজুমদার, এ এস আই মোঃ অহিদুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে রাজাপুর ইউনিয়ন এর পাচওরা আসকর আলী পুকুর পাড় থেকে ৪০ বোতল ফেনসিডিল সহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক কারবারি হল জেলার মুরাদনগর উপজেলার রহিম পুর গ্রামের আব্দুল করিমের ছেলে মোঃ শাকিল (২৬)।

অপর দিকে বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে বুড়িচং থানার এস আই বিনোদ দস্তগীর এ এস আই মোঃ অহিদুর রহমান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ রেললাইনের পশ্চিম পাশে থেকে এক মাদক ব্যবসায়ীকে ৫ কেজি গাঁজা সহ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হল উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ গ্রামের চারু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ শরীফুল ইসলাম (২৪)।

বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান পৃথক দুটি অভিযানে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বুড়িচং থানাঢ মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের কে বুড়িচং থানা পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

আর পড়তে পারেন