শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে ৩জুয়ারী আটক,২ মাদক সেবীর ৬মাস কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৭, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল কাদের এর ঘর থেকে জুয়া খেলা অবস্থায় ৩জুয়ারীকে পুলিশ আটক করে।অপরদিকে একই রাতে বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান মাদক সেবন রত অবস্থায় আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

পুলিশ জানায় শনিবার রাতে বুড়িচং থানার এসআই পুষ্প বরন চকমা,এএস আই মামুন,মহি উদ্দিন চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের সুন্দর আলী ছেলে আব্দুল কাদের এর ছেলের ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় র্শীষ মাদক স¤্রাট একই গ্রামের আব্দুল বারেকের ছেলে ফারুক(৪০),ঘরের মালিক আব্দুল কাদের (৪৫),জগতপুর গ্রামের আব্দুল মবিন এর ছেলে মাদক স¤্রাট মো: জালাল (৩৮)সহ ৩জনকে আটক করে থানা নিয়ে আসে।

অপরদিকে শনিবার রাতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ উপজেলার রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় ২জনকে আটক করে।আটককৃতরা হল রাজাপুর গ্রামের মৃত-আব্দুল আজিজের ছেলে কাজল (২৭)একই গ্রামের নজির আহাম্মেদের ছেলে আবু হানিফ (৪২)। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক ২জনকে মাদক সেবনের অপরাধে ৬মাসের বিনাশ্রম কারা দন্ড প্রদান করে।রোববার দুপুরের ৩ জুয়ারী ও ২মাদক সেবনকারীকে বুড়িচং থানা পুলিশ কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

আর পড়তে পারেন