বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাংচুর

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২, ২০১৭
news-image

 

মারুফ আহমেদঃ
কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দেওয়া ভূল ইনজেকশনে আলী আকবর (৪০) নামের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে নিহতের স্বজনদের হামলায় বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাংচুরের ঘটনা ঘটে। এসময় মীর হোসেন মিঠু নামের এক চিকিৎসক আহত হয়েছেন।
স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়,জেলার বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুরের বাসিন্দা স্থানীয় আল হেরা মডেল একাডেমীর সাবেক অধ্যক্ষ আলী আকবর বৃহস্পতিবার সকাল ৯ টায় অসুস্থ্যতার কারণে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ যোবায়েরের নিকট আসে। এসময় তিনি তাকে ব্যবস্থ্যাপত্র লিখে দেন। পরে ব্যবস্থ্যাপত্র অনুযায়ী একটি ইনজেকশন এনে ডাঃ গোলাম রব্বানীর নিকট আসলে তিনি ইনজেকশন পুশ করার অল্পসময়ের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিষয়টি তার পরিবারের লোকজন জেনে দ্রুত হাসপাতালে এসে জরুরী বিভাগের দরজা জানালা ভাংচুর করে। এসময় সেখানে কর্তব্যরত মীর হোসেন মিঠু নামের এক চিকিৎসক বিষয়টি জানতে চেয়ে উত্তেজিত লোকজনদের থামানোর চেষ্টা করলে তাকে বেদড়ক মারপিট করে । খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি জানতে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রতœা দাসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অবহিত নন বলে জানান। এদিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে জানান, হাসপাতাল ভাংচুরে ঘটনা ঘটেনি, তবে শুনেছি রোগীর স্বজনদের সাথে হাসপাতালের চিকিৎসকদের বাকবিতন্ডা হয়েছে। পরে সেটা নিজেদের মাঝে মিটমাট করে নেয়।

আর পড়তে পারেন