শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২১, ২০২০
news-image

 

মোঃ জামাল উদিন দুলালঃ

একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য এবং এর দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেকে শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই দিনে সারা দেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটির সুচনায় ২১ ফেব্রুয়ারী রাত্র ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমে পুষপস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার ও নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান,উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা তাহমিদা আক্তারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক পিপিএম, সহ অন্যান্য সদস্যগণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারপর মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও মাদক ও ধূমপান বিরোধী ঐক্য পরিষদ (মাধূবি) ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আর পড়তে পারেন