মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চালকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৫, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনের দক্ষিণ পাশে রেললাইনে দাঁড়িয়ে  মোবাইল ফোনে কথা বলার সময় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাসান আলী নামের এক মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১ টায় এ দুঘর্টনা ঘটে।  খবর পেয়ে বিকেলে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

নিহত হাসান আলী মাগুড়া জেলার  বেড়া আজনী গ্রামের মোঃ চাঁদ আলীর ছেলে।

স্হানীয় সূত্র জানায়, কুমিল্লা – সিলেট রেলপথের  রাজাপুর রেলস্টেশন এলাকায়  ম্যাক্স কোম্পানি রেললাইনের উন্নয়ন ও মাটি সরবরাহের কাজে ট্রাক এবং লোকজন চলাচলের জন্য মাইক্রো ব্যবহার করা আসছে ।  মঙ্গলবার দুপুর ১ টায় ম্যাক্স কোম্পানীর মাইক্রো চালক হাসান আলী রাজাপুর রেলস্টেশনের দক্ষিণ পাশে রেললাইনের নিচে মাইক্রোবাস  রেখে রেল লাইনের উপর দাঁড়িয়ে মোবাইল ফোনে  অনেক সময় ধরে কথা বলছিলেন।

এক সময় কুমিল্লা রেলস্টেশন থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ওই মাইক্রো চালকে ধাক্কা দিয়ে  কিছু দূরে নিয়ে ফেলে দেয় । এতে  তিনি ঘটনাস্থলে মারা যান।

কুমিল্লা রেলওয়ে পুলিশ  ফাঁড়ির ইনচার্জ মোঃ মেজবাহ আলম চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন