শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে করোনা উপসর্গ নিয়ে ৩ ঘন্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু,চিকিৎসা পায়নি হাসপাতালে

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৭, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ৩ ঘন্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত মরদেহ দুটি পড়ে ছিল। করোনা আতংকে কেউ এগিয়ে আসেনি। দুপুরে মসজিদের ইমামসহ স্থানীয়রা এসে বাবা-ছেলের দাফন সম্পন্ন করে।

রবিবার (৭ জুন) ভোর ৫ টায় উপজেলার কোরপাই পূর্বপাড়া এলাকার বারেক ব্যাপারীর (৭২) মৃত্যু হয়। পিতার মৃত্যুর ৩ ঘন্টা পরেই ছেলে শাহ আলমের (৫২) মৃত্যু হয়।

জানা যায়, শনিবার সারাদিন করোনা উপসর্গ নিয়ে বাবা-ছেলে চিকিৎসার জন্য বেশ কয়েকটি হাসপাতালে গিয়েও চিকিৎসা পায়নি । পরে রাতে তারা বাড়িতে ফিরে আসে। ভোরে বাবার মৃত্যুর ৩ ঘন্টা পরেই ছেলের মৃত্যু হয়। পরে দীর্ঘ সময় মরদেহ দুটি বাড়ির উঠোনে পড়ে থাকে। করোনা আতংকে কেউ এগিয়ে আসেনি। পরে দুপুরে স্থানীয় মসজিদের ইমামসহ স্থানীয়রা এসে বাবা- ছেলের দাফন সম্পন্ন করে।

 

আর পড়তে পারেন