বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে করোনা আক্রান্ত পরিবারের পাশে থেকে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন সেনাবাহিনী

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৯, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামের করোনা আক্রান্ত দুই শিশুর পরিবারের পাশে থেকে  চিকিৎসা ও খাদ্য সাহায্যের প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়া।

বৃহস্পতিবার দুপুরে  কুমিল্লা সেনানিবাসের ৩১ বীরের অধিনায়ক লে.কর্ণেল মাহাবুব আলম বুড়িচংয়ের জিয়াপুর গ্রামে গিয়ে আক্রান্ত দুই শিশুর পরিবারের সাথে কথা বলে তাদের সাহায্য করার বিষয়ে আশ্বস্থ করেন।

পরে এলাকাবাসিকে সচেতন করার জন্য সেনাবাহিনী সচেতনতামূলক প্রচারণা চালান। পরে দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী প্রচারণা চালান।

উল্লেখ্য যে, ঢাকায় করোনায় ব্যবসায়ীর মায়ের মৃত্যুর পর জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামে মৃতের সন্তানদের ২টি বাড়ি করোনা সন্দেহে লকডাউন করে স্থানীয় প্রশাসন। ওই বাড়িতে অবস্থান করা মৃতের আত্বীয়-স্বজনদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল ঢাকায়। বৃহস্পতিবার আইইডিসিআর থেকে প্রাপ্ত ফলাফলে ওই বাড়ির ২ শিশুর (মৃতের নাতি) শরীরে করোনার ফলাফল পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান। ফলে পুরো জিয়াপুর গ্রামটি লকডাউন করা হয়েছে।

 

আর পড়তে পারেন