শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে এস এস সিতে শীর্ষে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

আজকের কুমিল্লা ডট কম :
মে ৭, ২০১৮
news-image

সাকিব আল হেলাল।।
রবিবার এস এস সি ও সমমান পরীক্ষায় কুমিল্লা বোর্ডের ফলাফল ৮০.৪০% হলেও কুমিল্লার বুড়িচং উপজেলার এস এস সি পরিক্ষার পাশের হার শতকরা ৮৫.৩৮। জিপিএ ৫ পেয়েছে ১০০ জন। শতভাগ পাশসহ শীর্ষে স্থানে রয়েছে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। ৯১ জন পরিক্ষা দিয়ে ৯১ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ২১।

দ্বিতীয় স্থানে কাজিমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়।এ বিদ্যালয়টি শতভাগ পাশ করেছে। ৩৮ জন অংশগ্রহন করে ৩৮ জন পাশ করেছে। তবে কোন জিপিএ ৫ নাই। তৃতীয় স্থানে তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়। পাশের হার শতকরা ৯৮.৪৪।৬৪ জন পরিক্ষা দিয়ে ৬৩ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ১ জন। চতুর্থ স্থানে ভারেল্লা শাহ নুরুদ্দিন উচ্চ বিদ্যালয় ।পাশের হার শতকরা ৯৭.০৪। ১৬৯ জন পরিক্ষা দিয়ে ১৬৪ জন পাশ করেছে। ৫ম স্থানে ফকির বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ এ পাশের হার শতকরা ৯৬.৯২। ১৯৫ জন পরিক্ষা দিয়ে ১৮৯ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ১০ জন। ৬ষ্ঠ স্থানে বুড়িচং মডেল একাডেমী। পাশের হার শতকরা ৯৬.৭৭। ৬২ জন পরিক্ষা দিয়ে পাশ করেছে ৬০ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন।সপ্তম স্থানে মোর্শেদা বেগম উচ্চ বিদ্যালয়। পাশের হার শতকরা ৯৫.৭১। ৭০ জন পরীক্ষা দিয়ে ৬৭ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৬ জন। অষ্টম স্থানে আবিদপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। পাশের হার শতকরা ৯৫.১৬। ৬২ জন পরীক্ষা দিয়ে ৫৯ জন পাশ করেছে। নবম স্থানে রামপুর উচ্চ বিদ্যালয়। পাশের হার শতকরা ৯৪.৪৮। ২৯০ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৭৪ জন। জিপিএ ৫ পেয়েছে ১১ জন। দশম স্থানে বুড়িচং কালি নারায়ন বালিকা উচ্চ বিদ্যালয়। পাশের হার শতকরা ৯৪.৩২। ৮৮ জন পরিক্ষা ৮৩ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ১ জন।

আর পড়তে পারেন