বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে অস্ত্রসহ ৮ ডাকাত আটক

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৯, ২০১৭
????????????????????????????????????

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি-বিদেশি অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৪ টায় কুমিল্লা ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হওয়া ডাকাতরা হলেন, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ ভাটামায়া গ্রামের মোজাফফর মিয়ার ছেলে মোঃ ভুট্ট (৩৫), মৃত শাহজাহান ওরফে লাল মিয়ার ছেলে মোঃ আলম (২৮), বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মোঃ সেলিম (২৮), নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার সিদ্ধিরগঞ্জ গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ সেলিম (২৪), আটিগ্রাম হাউজিং এলাকার মোঃ হাশেম আলী মিস্ত্রীর ছেলে মোঃ আবুল কাশেম (২৭), সোনারগাও উপজেলার গনকবাড়ি গ্রামের মৃত. মোখলেছুর রহমানের ছেলে মোঃ কবির হোসেন (৪৫), মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার মিরাপাড়া গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে মোঃ আলম (১৯), জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া এলাকার মৃত. আব্দুল বারেকের ছেলে মোঃ মিলন (২৩)।
কুমিল্লা ডিবি পুলিশ সূত্র জানায়, বুধবার ( ৮ মার্চ) রাত সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কাবিলা বাজারের মনশাসন রোডের মাথায় ১টি ট্রাক ও ১টি মাইক্রোবাস যোগে ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল মহাসড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে সমবেত হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম, উপ-পরিদর্শক মোঃ সহিদুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে একটি ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ডাকাত দলের সদস্যদের মধ্যে ৮ জনকে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ৪টি চাপাতি, ৭টি রড, ১টি মাইক্রোবাস ও ১টি ট্রাকসহ আটক করে। এ ঘটনায় বুড়িচং থানায় একটি মামলা হয়েছে।

আর পড়তে পারেন