শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ের ভরাসার হাইস্কুলে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করল ছাত্রীরা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২২, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

শহরের বাইরের উপজেলা পর্যায়ে স্কুলে ছাত্রীরা ক্রিকেট খেলছে। ছেলেরা দর্শক হয়ে খেলা উপভোগ করছে, হাততালি দিচ্ছে । এমন দৃশ্য বাস্তবে তেমন একটা চোখে পড়ে না। কিন্তু এবার সেটি বাস্তবে রূপ দিল ভরাসার হাইস্কুল কর্তৃপক্ষ।

বাংলাদেশ মধ্যম আয়ের দেশের স্বীকৃতিতে সারাদেশে আনন্দ উৎসব চলছে।  সেই উৎসবে সামিল হতে ভরাসার হাইস্কুলে আয়োজন করলো ছাত্রীদের ক্রিকেট খেলা। বৃহস্পতিবার বেশ উৎসব আমেজের মাধ্যমে প্রথমবারের মত ছাত্রীদের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হল। পরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও চ্যানেল টোয়েন্টফোরের বিজনেস এডিটর ফারুক মেহেদী জানান, উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ । এ সাফল্যের সূচনায় বুড়িচংয়ের ভরাসার হাইস্কুলের ছাত্রীরা ক্রিকেট খেলায় অংশ নেন। একদিন এদেশের নারীরাই পুরুষের সাথে একাত্ম হয়ে একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।

উল্লেখ্য যে, ইতিমধ্যে স্কুল ম্যানেজিং কমিটির নতুন কমিটি গঠন হওয়ার পর থেকেই ইতিবাচক পরিবর্তন এসেছে স্কুলে। ইতিমধ্যে একে ডিজিটাইজেশনের আওতায় আনা হয়েছে। অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে শিক্ষক-স্টাফ ও নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের উপস্থিতি নেয়া হচ্ছে। স্কুলকে ‌আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়।

আর পড়তে পারেন