বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ের ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২১, ২০১৮
news-image

দেলোয়ার হোসাইন আকাইদঃ
কুমিল্লার বুড়িচংয়ের ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী, সেরা শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ২১ জুলাই শনিবার বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেশের প্রখ্যাত সাংবাদিক চ্যানেল টুয়েন্টিফোরের বিজনেস এডিটর ফারুক মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরুণ কথা সাহিত্যিক বাংলাদেশ কাষ্টমস এর অতিরিক্ত কমিশনার অরুন কুমার বিশ্বাস।

প্রধান বক্তা ছিলেন ষোলনল ইউপির সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন। বিদ্যালয়ের শিক্ষক আব্দুল ওয়াদুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিল্লাল চেয়ারম্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, শিক্ষক বিকাশ দেব, রতন, বাদল, জসিম, শামীম, জহির, জহিরুল জামাল, কামরুল, ইউসুফসহ অন্যান্যরা। এসময় শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় নির্বাচিত ১১০ জন সেরা ও মেধাবী শিক্ষার্থীদের নিজের লেখা ২০ ক্যাটাগরির বই উপহার দেন তরুণ কথা সাহিত্যিক বাংলাদেশ কাষ্টমস এর অতিরিক্ত কমিশনার অরুন কুমার বিশ্বাস।

তরুণ কথা সাহিত্যিক বাংলাদেশ কাষ্টমস এর অতিরিক্ত কমিশনার অরুন কুমার বিশ্বাস তার বক্তব্যে একাডেমিক বইয়ের পাশাপাশি সৃজনশীল বই পড়ার উপর শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, প্রকৃত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই ।

 

আর পড়তে পারেন