বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যারিষ্টার সোহরাবের ফ্যাস্টুন ভাংচুর

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৩, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার বুড়িচং-ব্রাহ্মনপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যারিষ্টার সোহরাব খান চৌধুরীর ফ্যাস্টুন ভাংচুরের অভিযোগ পাওয়া গিয়েছে।
ব্যারিষ্টার সোহরাব খান চৌধুরী জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীর তালিকা জরীপের ভিত্তিতে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ হওয়ায় প্রতিপক্ষকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে প্রতিবারের মত রাতের অন্ধকারে লেলিয়ে দেওয়া সিঁধেল চোরেরা আমার সৌজন্য লাগানো ১৪০০ ফেস্টুন ভাংচুর করে পানিতে ফেলে এবং খুলে নিয়ে যায়।

পালপাড়া ব্রিজ,  ফকির বাজার ও কালাকচুয়া এলাকার  বিলবোর্ড সহছবি খুলে ও কেটে নিয়ে যায়। এই হল আওয়ামীলীগ নামধারী ধারক বাহক যার নির্দেশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি পদদলিত ও ছিড়ে এবং পানিতে চুবিয়ে জানান দিতে চায় তারা খাঁটি আওয়ামীলীগ না। তাদের স্বার্থের জন্য জামাত শিবির রাজাকার একসাথে নিয়ে ১৫ই আগস্টের শোক র‌্যালী পালন কর হয় বুড়িচং উপজেলায়।

গত পরশু রাত ২টার সময় আমার দেওয়া ঈদ শুভেচ্ছার ফেস্টুন লাগাতে গেলে রাজাপুর ইউনিয়নের পাচোরা গ্রামে সিন্দুরিয়া পুলের কাছে বুড়িচং থানার টহল পুলিশের বাধার সম্মুখীন হয়ে ফিরে আসতে হয়। টহল পুলিশ গালিগালাজ করে ও হুমকিধমকি দেওয়া সহ আরো জানায় বুড়িচং ব্রাহ্মণপাড়া  এলাকা এখানে অন্য কেহ ব্যানার ফেস্টুন লাগাতে পারবেনা এবং যা লাগানো হয়েছে তা খুলে ফেলা হবে এবং তাই করা হল একদিনের মাথায় সব ফেস্টুন ব্যানার বিলবোর্ড ভেঙে তছনছ করা হল। ধিক্কার ও নিন্দা জানাই এই হীন মানুষিকতার লেলিয়ে দেওয়া প্ররোচনা ও পরিকল্পনাকারীকে।

আর পড়তে পারেন