বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বি-বাড়িয়া ম্যাটস্ কুমিল্লার উদ্যোগে শিক্ষা সামগ্রী প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টার:

স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভুক্ত চার বছর মেয়াদী মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং কোর্স বি-বাড়িয়া ম্যাটস্ কুমিল্লার ৩য় বর্ষের পাশ করা ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সমগ্রী (এপ্রোন ও বিপি বেশিন) প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১ আগষ্ট)  দুপুরে প্রতিষ্ঠানের সভা কক্ষে অধ্যক্ষ ডা. মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, কবি ও লেখক মোঃ আবদুল আউয়াল সরকার, প্রকৌশলী কায়েস মোঃ আল ফাতেহীন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আল আমিন, হোস্টেল সুপার রাশেদুল ইসলাম বাবু, হিসাব রক্ষন কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ, অফিস সহযোগী মোঃ সেলিম, সুমন প্রমুখ।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, স্বাস্থ্য সেবার উন্ন্য়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তোমাদেরও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে রোগীদের সেবা করতে হবে। রোগীদের সেবা করা একটি ইবাদত। তাই ইবাদত মনে করে গরীব অসহায় সকল রোগীর সেবা দিতে হবে।