বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বি পি এল – হালচাল

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৬, ২০১৭
news-image

 

বদরুল হুদা জেনুঃ

মনে হচ্ছে শুরুর আগেই শেষ হয়ে গেলো বি পি এল। প্লেয়ার্স কোটায় বিদেশী খেলোয়াড় বৃদ্ধি আমার কাছে মোটেই যৌক্তিক মনে হয়নি। রান সংগ্রাহক সেরা পাঁচ জনের মধ্যে মাএ একজন দেশীয় খেলোয়াড়। প্রতি ম্যাচে একজন করে স্হানিয় ক্রিকেটার বেশী সুযোগ পেলে এই চিএটি অন্যরকম হতে পারতো।

বোলিং শাখায় স্হানিয় দের সেরা পাঁচ টি অবস্থান ধরে রাখার মধ্য দিয়েই তার সত্যতা পাই।রংপুর রাইডার্সের মিঠুনের সময়োপযোগী ব্যাটিং বেশ ভালো লেগেছে। অনুর্ধ ১৯ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়’রা তাদের প্রতিভা সামর্থের সাক্ষর রেখেছেন।

তাদের মধ্যে-জাকির,শান্তু, আফিফ,সাদমান ও সদ্য ১৯ দল ছেড়ে আসা মিরাজ , সাইফুদ্দিন ,মেহেদি রানা ছিলেন বেশ উজ্জ্বল।দলগত ভাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বেশ সুসংহত ও ধারাবাহিক সফলতা দেখিয়েছে। তারকা খেলোয়াড়’রা তাদের মান ও নামের প্রতি সম্মান প্রদর্শন করতে পারেনি।

কুমিল্লা,ঢাকা,খুলনা ও রংপুর সেরা চারে প্রায় নিশ্চিত।

-ফেসবুক থেকে সংগৃহিত ।

আর পড়তে পারেন