শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বি পাড়া উপজেলায় প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও প্যান্টের কাপড় আটক

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৭, ২০১৭
news-image

 

শাহ ইমরানঃ

কুমিল্লার বি পাড়া উপজেলার ভারতীয় সীমান্ত থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও প্যান্টের কাপড় আটক করেছে কুমিল্লা বিজিবি সেক্টর সদর দপ্তর।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

কুমিল্লা বিজিবি সেক্টর সদর দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সেক্টর কমান্ডার, উপ-মহাপরিচালক গাজী মোঃ আহসানুজ্জামান, এসপিপি, জি এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল উপজেলার বি-পাড়া এলাকা হতে ১ হাজার ৫৮২ পিস ভারতীয় শাড়ি এবং ৫৪৬ মিটার প্যান্টের থান কাপড় আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৯৯ লক্ষ ২৮ হাজার ৮ শত টাকা। আটককৃত মালামাল কুমিল্লা কাষ্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

কুমিল্লা বিজিবি সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) সৈয়দ আনসার মোহাম্মদ কাওছার এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন