মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বি-পাড়ায় সাবেক সেনা কর্মকর্তা মুক্তিযোদ্ধা আলী আহম্মেদের দাফন সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১২, ২০২০
news-image

সাকিব আল হেলাল:
কুমিল্লার বি-পাড়া উপজেলার দুলালপুর ইউনিয়রনের গোপালনগর গ্রামের সাবেক সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ(৯০)কে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা ও দাফন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাত ১১ টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহী…… রাজিউন)।

সাবেক সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ গোপালনগর গ্রামের ছায়েদ আলী হাজি বাড়ির ছায়েদ আলী হাজির বড় ছেলে।

বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতা ভোগছিলেন।

উল্লেখ্য,সাবেক সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ দীর্ঘদিন পাকিস্থান শাসনামলে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সেনাবাহিনীতে থাকাকালীন তিনি বাহরাইন যান। বাহরাইনে ১০ বছর থাকার পর দেশে চলে আসেন।পরে ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে অংশগ্রহন করে দেশ স্বাধীনতার অংশীদার হন।

বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ জাতীয় দৈনিক বিজনেস বাংলাদেশ, দৈনিক আজকের কুমিল্লা ও আনন্দ টেলিভিশনের সাংবাদিক সাকিব আল হেলালের দাদা । তাছাড়া জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নগর সম্পাদক শিমুল মাহমুদের তালুই(বোনের শশুড়) হন।

শনিবার বেলা ২ টায় সম্পূর্ন রাষ্ট্রীয় মর্যাদায় বি-পাড়া থানা নির্বাহী কর্মকর্তার একটি প্রতিনিধি দল ও পুলিশ বাহিনীর সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনী আরেকটি দলের অংশগ্রহনে গার্ড অফ অনারের মাধ্যমে সাবেক সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা ও দাফন অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী,এক পুত্র ও এক কন্যা,নাতি,নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আলী আহম্মেদের একমাত্র ছেলে মোঃ আলী হোসেন উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন