মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিসিএফএ এর উদ্যোগে এবং কুবি বাউবি-২০০৬ ব্যাচের সহযোগিতায় বন্যাকবলিত কুড়িগ্রামে ত্রান বিতরন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৯, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

বিসিএফএ-বাংলাদেশ ক্রিকেট ফ্যানস এসোসিয়েশন বাংলাদেশ ক্রিকেটের একটি সমর্থক সংগঠন। দীর্ঘ ২ বছর যাবত অত্যন্ত সফলতার সাথে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করছে। ক্রিকেটের বাইরেও অসহায় মানুষদের কল্যাণে সময়ে সময়ে কর্মসূচী গ্রহণ করে থাকে বিসিএফএ। কিছুদিন আগে বাংলাদেশের ২২টি জেলায় ভয়াবহ বন্যা হয়, কোটি কোটি মানুষ বন্যার কারনে মানবেতর জীবন যাপন করছে। বন্যার্থ মানুষদের সহযোগিতায় এক ইভেন্টের আয়োজন করে বিসিএফএ যার সার্বিক সহযোগিতায় এগিয়ে আসেন কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ “বিবির বাজার উচ্চ বিদ্যালয়ের” ২০০৬ ব্যাচের শিক্ষার্থীরা। বিসিএফএ এর প্রতিষ্ঠাকালীন সংগঠক পারভেজ আহমেদ কুমিল্লা বিবির বাজার উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের অন্যতম সদস্য এবং তার ডাকে সাড়া দিয়েই এই ইভেন্টে নিজেদের আগমন জানান দেয় ব্যাচটি। ইভেন্ট শুরুর পর থেকেই বিসিএফএ এর প্রতিষ্ঠাকালীন সংগঠক মেহেদী হাসান, গুরুত্বপূর্ন সদস্য রোহান, নাছির উদ্দিন, মাহবুব, মতিউর রহমান পিন্টু ও সাইদুল ইভেন্ট সফল করার জন্য কাজে নেমে পড়েন। সেই সাথে কুমিল্লা বিবির বাজার উচ্চ বিদ্যালয়ের সদস্য ইকবাল, আনিসুজ্জামান, তাজুল ইসলাম, হাবিবুর রাহমান, কামাল হোসেন, সোহেল তাদের নিজ নিজ অবস্থান থেকে ইভেন্টের সফলতার জন্য ভূমিকা রাখেন। বিশেষ করে দেশে থাকা ইকবাল, আনিসুজ্জামান, তাজু, পিন্টু, নাছির এবং প্রবাসে থাকা হাবিবুর রাহমান এবং টিপু অনেক বলিষ্ঠ ভূমিকা পালন করেন। বিসিএফএ এবং বিবাউবি সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন পেশাজীবি মানুষ, শিক্ষার্থী, প্রবাসীদের কাছ থেকে অনেক সাড়া পরে ইভেন্টে।

গত ২৫ আগষ্ট শুক্রবার বিসিএফএ এবং বিবাউবি এর ৭ সদস্যের একটি টিম কুড়িগ্রামের যাত্রাপুর চড়ে প্রায় দু’লক্ষ টাকার ত্রান-সামগ্রী বিতরন করতে সক্ষম হয়। বিসিএফএ’র অন্যতম সংগঠক মেহেদী হাসান, বিসিএফএ এবং বিবাউবি এর সদস্য নাছির এবং পিন্টু, বিবাউবির সদস্য ইকবাল, তাজু, আনিসুজ্জামান, বিসিএফএ সদস্য আবির ও সাইদুলেরর উপস্থিতিতে প্রায় দু’লক্ষ টাকার ত্রান ৫৩০ টি পরিবারের হাতে তুলে দেয়। তাছাড়া প্রায় ৬০০ পিছ নতুন/পুরনো কাপড়ও বিতরন করা হয়। এই পুরো কার্যক্রমে আমাদের সহায়তা করেন বিসিএফএ ও বিবাউবি এর সদস্য নাছিরের ঘনিষ্ট বন্ধু কুড়িগ্রামের বাসিন্দা আতাউর রহমান। দেশের অসহায় মানুষদের কল্যাণে এমন সুন্দর একটি আয়োজন করতে পেরে বিসিএফএ এবং বিবাউবি সন্তুষ্টি প্রকাশ করেন। ক্রিকেটের পাশাপাশি দেশের মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে চায় বিসিএফএ। বিসিএফএ এবং বিবাউবি এর এই মানবিক ডাকে যারা সাড়া দিয়েছেন তাদের সবার কাছে বিসিএফএ ও বিবাউবি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং তাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছে। ভবিষ্যতেও দেশের বিপদের মূহুর্তে এভাবেই দেশের মানুষদের পাশে যাতে দাড়াতে পারেন সেই জন্য দোয়া প্রার্থনা করেছেন বিসিএফএ ও বিবাউবি এর সদস্যরা।

আর পড়তে পারেন