শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিষধর সাপকে জালে আটকে মেরেছে মাকড়সা!

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৩, ২০১৬

snakঅস্ট্রেলিয়ায় বিষধর একটি সাপকে জালে আটকে মেরেছে মাকড়সা। সিডনি থেকে ৪০০ কিলোমিটার দূরে উইটহাল নামের একটি এলাকায় সম্প্রতি ঘটনাটি ঘটে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী কৃষক প্যাট্রিক লিস ঘটনার একটি ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেওয়ার পর থেকে তা ভাইরাল হয়ে যায়। প্যাট্রিক বলেন, গত শনিবার লম্বা পা-বিশিষ্ট এই মাকড়সার জালে আটকানো সাপের ছবিটি তিনি তুলেছিলেন। যখন তিনি ছবি তোলেন, তখন সাপটি ছিল মৃত। তবে মাকড়সা তার বিষ দিয়ে সাপটিকে মেরেছে কি না, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। শুধু সাপটিকে মাকড়সার জালে আটকে থাকতে দেখেছেন তিনি।
প্যাট্রিক আরও বলেন, সাপ-মাকড়সার যুদ্ধে তিনি ব্যাঘাত ঘটাননি। কারণ মাকড়সার এই জয়কে অস্বীকার করা যায় না। অস্ট্রেলিয়ান মিউজিয়ামের গ্রাহাম মিলেজ বলেন, মাকড়সার পক্ষে সাপকে হত্যা করা সম্ভব, কিন্তু এর সত্যতা নিশ্চিত করা সম্ভব নয়। সম্ভবত মাকড়সার জালে আটকে গিয়েছিল সাপটি। এরপর মাকড়সা জাল দিয়ে এটিকে মুড়িয়ে ফেলে কামড় বসাতে শুরু করে। সূত্র-দ্য ন্যাশনাল ওয়ার্ল্ড

আর পড়তে পারেন