শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্রাম নেওয়ার সুযোগ থাকলেও নেননি সাকিব

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৫, ২০১৯
news-image

স্পোর্টস ডেস্ক :
ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন সাকিব।
বিশ্রাম নেওয়ার সুযোগ থাকলেও নেননি। সাকিব খানিকটা অবাক করেই আজ চলে এসেছেন মাঠে। কাজ করেছেন ফিটনেস নিয়ে। তাঁর কাছে সবকিছুই ইতিবাচক, সব ঠিক থাকলে ফিরতে পারেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টেই

কাল মিরপুরে ডিপিএল টি-টোয়েন্টির ফাইনাল শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, ‘যা শুনলাম, ওকে (সাকিব আল হাসান) এক সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে।’ বাঁ হাতের অনামিকার ব্যথা অনেকটা কমে এসেছে। এক্স-রে রিপোর্টও ভালো। কিন্তু সাকিব কি আর ‘বিশ্রাম’ নেওয়ার মানুষ! খেলায় ফিরতে ব্যাকুল বিশ্বসেরা অলরাউন্ডার আজই চলে এসেছেন মাঠে।

অনামিকায় ব্যান্ডেজ নিয়েই মাঠে এসেছিলেন সাকিব। সকালে জিমে ফিটনেস নিয়ে হালকা কাজ করেছেন। জিমে আধঘণ্টা কাটানোর পর একাডেমির মাঠে করেছেন রানিং। রানিংটা পুরোপুরি শেষ করতে পারেননি বৃষ্টির বাগড়ায়। রানিং অপূর্ণ রেখেই আবার ফিরেছেন জিমে—এভাবেই কেটেছে মাঠে ফেরার লড়াইয়ের প্রথম দিনটা। এভাবে কাটাতে হবে আরও কটা দিন। এর পর ব্যাটিং-বোলিং অনুশীলন। সব ঠিক থাকলে সাকিবকে দেখা যেতে পারে ১৬ মার্চ থেকে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টেই।

সাকিবের চোট নিয়ে বিসিবির চিকিৎসক কিছু বলতে চান না। সূত্র জানাচ্ছে, এখন পর্যন্ত সাকিবের সবকিছু ইতিবাচক। এক্স-রে রিপোর্ট ভালো এসেছে। ব্যথাও অনেক কমে এসেছে। এভাবে চলতে থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ফেরার ভালো সম্ভাবনা আছে। সাকিব নিজেও আশাবাদী শেষ টেস্টটা খেলতে। তবে সবকিছুই আপাতত সময়ের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে। শেষ টেস্টের আগে সেরে উঠতে সাকিব সময় পাচ্ছেন আরও ১০ দিন।

বিপিএল ফাইনালে চোট পাওয়ার পরই সাকিবকে তিন সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছিল। বিশ্রামটা কাজে লাগাতে চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে দেশে ফিরে গিয়েছিলেন ব্যাংককে। ব্যাংকক থেকে থেকে ফেরার পর কাল রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আঙুলের এক্স-রে করিয়েছেন। আগেই বলা হয়েছে, এক্স-রে রিপোর্ট ভালো এসেছে। আজ শুরু করেছেন ফিটনেস ট্রেনিং। সাকিব দ্রুত সেরে উঠছেন, ঠিক আছে। তবে বিসিবির চিন্তাটা হচ্ছে, বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে কোনো ঝুঁকিই নেওয়া যাবে না। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরতে পারলে ভালো। না পারলেও সমস্যা নেই, বিশ্বকাপ; তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে যেন শত ভাগ ফিট সাকিবকেই পাওয়া যায়।

আর পড়তে পারেন