শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বে একদিনেই করোনায় আক্রান্ত আড়াই লাখ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৬, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ১৫২ জনের। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরও ২ লাখ ৪৮ হাজার ৮১৭ জন। রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় এ তথ্য প্রকাশ করেছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটার তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৬ লাখ ১ হাজার ৮৪৭ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৬৮ হাজার ৬৬৭ জন।

তবে করোনায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগ মানুষই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৪৩ লাখ ২২ হাজার ৭৭৭ জন।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ২৯ হাজার ৭৮৯। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ৬০৬ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৮৩২ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৭ হাজার ২৯৭ জন।

তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৮৯ হাজার ২০৮। এর মধ্যে মারা গেছেন ৫০ হাজার ৮৪ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ১৭ হাজার ৮৮৪ জন। এর মধ্যে মারা গেছে ১৫ হাজার ৬১৭ জন।

করোনা ভাইরাসটির সংক্রমণ ছড়িয়েছে বাংলাদেশেও। দেশটির স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জনের দেহে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৭ জন।

আর পড়তে পারেন