শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবল কোচ সিমিওনে

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৮, ২০২০
news-image

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবল কোচদের মধ্যে আয়ের দিক থেকে শীর্ষে আছেন অ্যাটলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। তার আয় রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানের প্রায় দ্বিগুণ।

ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবল কোচদের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী কোচদের মধ্যে প্রতি মাসে ৩.৬ মিলিয়ন ইউরো বেতন নিয়ে বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে আছেন সিমিওনে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার মাসিক আয় ১.৯৪ মিলিয়ন ইউরো।

সিমিওনে এবং গার্দিওলার পরের অবস্থানে থাকা হোসে মরিনহো এবং ইয়ুর্গেন ক্লপ দুজনেই মাসিক আয় ১.৪৬ মিলিয়ন ইউরো।

সর্বোচ্চ বেতনভোগী কোচদের তালিকা
সিমিওনে: ৩.৬ মিলিয়ন ইউরো
গার্দিওলা: ১.৯৪ মিলিয়ন ইউরো
মরিনহো: ১.৪৬ মিলিয়ন ইউরো
ক্লপ: ১.৪৬ মিলিয়ন ইউরো
জিদান: ১.৪ মিলিয়ন ইউরো
আন্তোনিও কন্তে: ১.৩৮ মিলিয়ন ইউরো

আর পড়তে পারেন