বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবাইকে একতাবদ্ধ থাকতে হবে’- কুবি উপাচার্য

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৯, ২০১৮
news-image

 

শাহাদাত বিপ্লব, কুবি:

‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। আশা করি শাখা ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগীতা করবে।’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এসব কথা বলেন।

সোমবার সন্ধ্যা ৬ টায় ধীরেন্দ্রনাথ দত্ত হলের হল রুমে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল আলম জুয়েলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সারওয়ার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: আবু তাহের, ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. বিশ্বজীত চন্দ্র দেব। এছাড়াও সমাজববিজ্ঞান অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মোঃ জিয়া উদ্দীন সহ বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা পরিষদের সভাপতি জিনাত আমান ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল লতিফ উপস্থিত ছিলেন।

ধীরেন্দ্রনাথ দত্ত হলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আল-আমিন অর্ণব, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে উপাচার্য আরও বলেন, “সমস্যা সমাধানে আলোচনার বিকল্প নেই।” এ সময় শাখা ছাত্রলীগের সম্মেলন আয়োজনের প্রশংসা করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, “টাকার রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের কে ভালোবেসে কাছে টেনে নিতে হবে। এ বিশ্ববিদ্যালয় একদিন আধুনিক এবং প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় হবে।”

এ সময় বক্তারা আরও বলেন, “নির্বাচনের সময় স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। ছাত্রলীগকে সে চক্রান্ত রুখে দিতে হবে। আওয়ামী লীগকে ৩য় মেয়াদে ক্ষমতায় আনতে ছাত্রলীগকে দিনরাত পরিশ্রম করতে হবে।”

 

আর পড়তে পারেন