বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপ ফুটবল ২০১৮ গ্রুপ পর্বে কে কার মুখোমুখি

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১, ২০১৭
news-image

 

ডেস্ক রিপোর্ট :

মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে শুরু হয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান। এবার বিশ্বকাপের ড্র সঞ্চালনার দায়িত্বে সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার গ্যারি লিনেকার। তাঁর সঙ্গী রাশিয়ার ক্রীড়া সাংবাদিক মারিয়া কোমান্দনায়া

ড্র অনুষ্ঠান উপলক্ষে রাশিয়ার রাজধানী মস্কোতে হাজির ছিলেন ফুটবল বিশ্বের বর্তমান সাবেক তারকারা উপস্থিত ছিলেন কাফু, রোনাল্ডো, রোনালদিনহো, পেলে, কার্লোস পুয়োল, গর্ডন ব্যাঙ্কস, ফাবিও ক্যানাভারো, দিয়েগো ম্যারাডোনারা ড্র অনুষ্ঠানের পুরো সময় জুড়ে ছিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যারি লিনেকার রাশিয়ান সাংবাদিক মারিয়া কোমান্দনায়া বিশ্বকাপ ট্রফি নিয়ে মঞ্চে আসেন মিরোস্লাভ ক্লোসা উপস্থিত ছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো

চূড়ান্ত পর্বে গ্রুপ মোট আটটি।

এক নজরে রাশিয়া বিশ্বকাপের আট গ্রুপ :

গ্রুপ : রাশিয়া, সৌদি আরব, মিসর, উরুগুয়ে

বিগ্রুপ : পর্তুগাল, স্পেনমরক্কো, ইরান

সিগ্রুপ : ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক

ডিগ্রুপ : আর্জেন্টিনাআইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া

গ্রুপ : ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া

এফগ্রুপ : জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া

জিগ্রুপ : বেলজিয়াম, পানামা, তিউনিসিয়া, ইংল্যান্ড

এইচগ্রুপ : পোল্যান্ডসেনেগাল, কলম্বিয়া, জাপান

আর পড়তে পারেন