শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিপিএলে হতাশ আশরাফুল

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৩, ২০১৯
news-image

 

স্পোর্টস ডেস্ক :
বিপিএলটা ভালো যায়নি আশরাফুলের। একাদশেই নিয়মিত সুযোগ মেলেনি আশরাফুলের।

গত আগস্টে সব নিষেধাজ্ঞা ওঠে যাওয়ার পর মোহাম্মদ আশরাফুল স্বপ্ন দেখেছিলেন বিশ্বকাপের আগে জাতীয় দলে ফিরবেন। এত দ্রুত বাংলাদেশ দলে ফেরা আদৌ সম্ভব? তাঁর যুক্তি ছিল নভেম্বরে বিসিএলে ভালো খেলার পর যদি জানুয়ারিতে বিপিএলেও ভালো খেলেন। অসম্ভব কিছু নয়। আশরাফুল আসলে নিজেকে ফের চেনাতে বিপিএলকেই বেছে নিতে চেয়েছিলেন। কিন্তু এই টুর্নামেন্ট তাঁর কাটল হতাশায়।

বিপিএল টিভিতে সম্প্রচার হয়, মানুষের চোখ থাকে এই টুর্নামেন্টে। তাঁর ধারণা ছিল বিপিএলে ভালো খেললে দলে ফেরাটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু আশরাফুলের হলো তিক্ত অভিজ্ঞতা। ৫ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ৩ রান করার পর পরের ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে করলেন ২২। এর পর আর সুযোগ পেলেন না। তাঁর জায়গায় খেললেন ইয়াসির আলী। চট্টগ্রামের এ তরুণ ব্যাটসম্যান এত ভালো খেললেন যে আশরাফুলকে আর ফেরানোর প্রয়োজন মনে করেনি টিম ম্যানেজমেন্ট। চিটাগং টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ছিলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। ফ্র্যাঞ্চাইজি দলেই মিনহাজুলের বিবেচনায় আসেননি আশরাফুল, জাতীয় দলে কীভাবে ফিরবেন?

২৫ ফেব্রুয়ারি থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি লিগের আগে নিজের হতাশা আর লুকাতে পারলেন না আশরাফুল, ‘বিপিএলটা ভালো হয়নি। সুযোগ আমি একটু কম পেয়েছি। দ্বিতীয় ম্যাচে ২২ করার পর আসলে বাদ পড়ে হতাশই হয়েছি। তার আগে বিসিএলটা (বাংলাদেশ ক্রিকেট লিগ) ভালো হয়েছিল। বিপিএলে যদি ধারাবাহিক সুযোগ পেতাম তাহলে আরও ভালো খেলার সম্ভাবনা থাকত। ঢাকা প্রিমিয়ার লিগে গত বছর ভালো খেলেছিলাম, কিন্তু দল ভালো ফল পায়নি। তবে ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হয়েছিল। সেটাই এবার করতে চাই। শুরু থেকে ভালো করতে চাই।’

আশরাফুল এবার প্রিমিয়ার লিগে খেলছেন ঐতিহ্যবাহী মোহামেডানে। লিগ শুরুর আগে বিসিবি যে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে, এটির ভীষণা প্রশংসা করলেন তিনি। প্রিমিয়ার লিগের দল সাজাতে লিগটা কাজে দেবে বলেই বিশ্বাস আশরাফুলের, ‘এক দিনের ক্রিকেটের আগে দলের সমন্বয় তৈরি করবে, এটা খুব ভালো হয়েছে। দুইটা ম্যাচ খেলার সুযোগ পাব প্রথম রাউন্ডে। তারপর সেমিফাইনাল-ফাইনাল আছে। আমাদের দলটা খুব ভালো হয়েছে। সবার স্বপ্ন থাকে আবাহনী-মোহামেডানে খেলার। আমি আগেও দুইবার খেলেছি এই ক্লাবের হয়ে। সবশেষ যেবার খেলেছিলাম আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম ঢাকা প্রিমিয়ার লিগে।’

আর পড়তে পারেন