শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

 বিপন্ন পাথর

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৩, ২০১৯
news-image
এস এম সাথী বেগম ঃ
তখনও ভোরের আলো ফোটেনি
আবছা আলোয় হাঁটছিলাম
বাতাসে বেলি ফুলের গন্ধ ছিলো
বিভোর ছিলো মনভুমি
আসার কথা থাকলেও আসোনি।
তোমাদের শহরের রাস্তায়
শেষ বাতিটা নিভে যাওয়া অবধি
ল্যাম্প পোষ্টের গা ঘেষে দাড়িয়ে ছিলাম
পথচারির বাঁকা হাসি উপভোগ করেছি
বাতি নিভে গেছে তুমি আসোনি।
তোমাদের তল্লাটে খুঁজে দেখেছি
স্বপ্ন বিপন্ন মানুষগুলো সুখের
রোল প্লে করে,ভালো থাকার ভানে
অথচ মধ্যরাতে বিতশ্রদ্ধ সব প্রেম
উগড়ে দেয় ডাস্টবিনে।
দৃশ্যের পর দৃশ্য চলে গেছে
সব ঠিকঠাক আছে,তবুও আসোনি।

আর পড়তে পারেন