শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিনোদ খান্নার মৃত্যুতে ভারতজুড়ে শোক, ছুটে গেলেন অমিতাভ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৯, ২০১৭
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বৃহস্পতিবার সকালে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান বলিউডের খ্যাতিমান অভিনেতা বিনোদ খান্না। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। কয়েক দিন আগেই রোগাক্রান্ত বিনোদ খান্নার একটি ছবি গণমাধ্যমে ভাইরাল হয়। তা নিয়ে ঢের আলোচনাও হয়।
চার ছেলে রাহুল, অক্ষয়, সাক্ষী ও এক মেয়ে শ্রদ্ধা এবং স্ত্রী কবিতা খান্নাকে রেখে গেলেন বিনোদ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।
এই খবর পাওয়ার পর ‘সরকার থ্রি’র প্রোমোশনাল ইভেন্ট বাতিল করে হাসপাতালে ছুটে যান অমিতাভ বচ্চন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন, ‘প্রখ্যাত অভিনেতা এবং বিজেপি সাংসদ বিনোদ খান্নার মৃত্যুতে সমবেদনা জানাচ্ছি।’
আশা ভোঁসলে টুইট করেছেন, ‘খুব খারাপ লাগছে বিনোদ খান্নাজির খবর শুনে। শেষদিন পর্যন্ত একজন তারকা ছিলেন। তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’
‘অমর আকবর অ্যান্টনি’তে অমরের চরিত্রে অভিনয় করেছিলেন বিনোদ। সেই কথা মনে রেখে ঋষি কাপূরের টুইট, ‘তোমাকে মিস করব অমর। রেস্ট ইন পিস।’
অনুপম খের লিখেছেন, ‘বিনোদ খান্নাকে ওর লার্জার দ্যান লাইফ পারফরম্যান্সের জন্য মনে রাখব। উনার মতো খুব কম মানুষই আছেন। মিস করব স্যার।’
 শত্রুঘ্ন সিন্‌হার টুইট, ‘বিনোদ খান্না সত্যিই আমার আপন ছিলেন। অনেক শ্রদ্ধা করতাম। দারুণ হ্যান্ডসাম ও ট্যালেন্টেড সুপারস্টার আর নেই।’
‘দাবাং’, ‘প্লেয়ার’, ‘দাবাং টু’ ও ‘দিলওয়ালে’র মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন বিনোদ খান্না। এছাড়াও ‘মেরে আপনে’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘কুরবানি’, ‘ইনকার’, ‘হাত কি সাফাই’ ছিল তার প্রথম জীবনের বাণিজ্যিক হিট ছবি।

আর পড়তে পারেন