শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিদ্যুৎ চুরির মামলায় চৌদ্দগ্রাম পৌরসভার কাউন্সিলর কারাগারে

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩১, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
বিদ্যু লাইন থেকে অবৈধ সংযোগ স্থাপন করে মিটারবিহীন বিদ্যুৎ চুরি করে ব্যবহারের অভিযোগে দায়েরকৃত মামলায় কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার কাউন্সিলর মো. সাইফুল ইসলাম শাহিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, জেলার চৌদ্দগ্রাম পৌরসভার কাউন্সিলর মো. সাইফুল ইসলাম শাহিন তার মালিকানাধীন একটি ফার্মে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে মিটারবিহীনভাবে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চুরির মাধ্যমে ব্যবহার করে আসছিলেন।

উক্ত অভিযোগে স্থানীয় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ওই কাউন্সিলরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলায় কাউন্সিলর শাহিন বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

আর পড়তে পারেন