শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মহানবী (স.) কে নিয়ে বিতর্কিত বই প্রকাশের জন্য, বন্ধ করা হলাে ব-দ্বীপ প্রকাশনীর স্টল

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৫, ২০১৬

নিজস্ব প্রতিবেদক: মহানবী (স.) কে নিয়ে বিতর্কিত বই প্রকাশের অভিযোগে অমর একুশে গ্রন্থমেলায় ব-দ্বীপ প্রকাশনীর স্টল বন্ধ করে দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ গ্রন্থমেলায় সোহরাওয়ার্দি উদ্যানে ব-দ্বীপ প্রকাশনীর ১৯১ নম্বর স্টলটি বন্ধ করে দেয়।12717648_1031871080234189_6071057552229187849_n

এ সময় স্টলটি থেকে ‘ইসলাম ও বিতর্ক’ নামক একটি বই জব্দ করা হয়। এ বইয়ে মহানবী (সা.) ও তাঁর স্ত্রীদের নিয়ে অশ্লীল মন্তব্য করা হয়েছে। বইটি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে। এরপর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বইটি জব্দ করে ব-দ্বীপ প্রকাশনীর স্টল বন্ধ করে দেয়া হয়।

এর আগে গতকাল রাতে (রবিবার) বাংলা একাডেমী আয়োজিত একুশের বই মেলায় ইসলাম ও রাসুল অবমানকর অশ্লীল বই প্রচারের তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছিলেন বিশিষ্ট আইনজীবী ড তুহিন মালিক। এ নিয়ে ‘নিউজ সময়’এ একটি সংবাদ প্রকাশ করা হয়। এর  পর সােমবার  দুপুরে  শাহবাগ থানা পুলিশ সোহরাওয়ার্দি উদ্যানে গ্রন্থমেলায়  ব-দ্বীপ প্রকাশনীর ১৯১ নম্বর স্টলটি বন্ধ করে দেয়।

»বই মেলায় ইসলাম ও রাসুল অবমানকর অশ্লীল বই: ড. তুহিন মালিক

আর পড়তে পারেন