শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিড ইন্টারন্যাশনাল কোয়ালিটি এ্যাওয়ার্ড’২০১৭ বাংলাদেশের মাশরুবা মেডিকেল টেকনোলজিস নির্বাচিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৩, ২০১৭
news-image

 

প্রেস বিজ্ঞপ্তি ঃ

বাংলাদেশে বিগত ১০ বছর যাবৎ মেডিকেল সেক্টরে ইমেজিং ইক্যুপমেন্ট ব্যবসায় দক্ষ নেতৃত্ব ও কাষ্টমার সার্ভিস ব্যবস্থাপনা অব্যাহত রেখে কোয়ালিটি পণ্য সরবরাহে সুনাম অর্জন করায় বিড (বিজনেস ইনেশিয়েটিভ ডাইরেকশন) গোল্ড ক্যাটাগরীতে ‘সেঞ্চুরী ইন্টারন্যাশনাল কোয়ালিটি এ্যারা এ্যাওয়ার্ড’ (সিকিউই)২০১৭ নির্বাচিত করেছে বাংলাদেশের মাশরুবা মেডিকেল টেকনোলজিস প্রতিষ্ঠানকে। এছাড়া অন্যান্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানীকেও মনোনীত করে। ১৩ মার্চ সুইজারল্যান্ডস্থ আন্তর্জাতিকভাবে খ্যাত ইন্টারকন্টিনেন্টাল জেনেভা কনভেনশন সেন্টারে বিড’র ১৯তম আন্তর্জাতিক কোয়ালিটি কনভেনশন অনুষ্ঠানে এ পুরষ্কার দেয়া হয়।

মাশরুবা মেডিকেল টেকনোলজিস’র স্বত্বাধিকারী ও প্রতিষ্ঠানের সিইও, কুমিল্লার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আহম্মেদ পুরষ্কার গ্রহণের জন্যে ৯ মার্চ সুইজারল্যান্ড গিয়েছেন। তিনি ভারতের বিখ্যাত মেডিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানী এ্যালেঞ্জার্স মেডিকেল সিষ্টেম্স লিঃ’র দক্ষ ডিষ্ট্রিবিউটার হিসাবে বাংলাদেশে প্রতিনিধিত্ব করছেন। দেশের সুনাম রক্ষার জন্যে তিনি সকলের দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত বিড বিগত তিন যুগ ধরে ব্যবসায় ও সামাজিক কর্মকান্ডে অবদান রাখার জন্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানীকে ‘সেঞ্চুরী ইন্টারন্যাশনাল কোয়ালিটি এ্যারা এ্যাওয়ার্ড, ষ্টার এ্যাওয়ার্ড ফর কোয়ালিটি, ‘ইন্টারন্যাশনাল ষ্টার ফর লিডারশীপ ইন কোয়ালিটি এ্যাওয়ার্ড’ গোল্ড ক্যাটাগরী ফর ইন্টরন্যাশনাল কোয়ালিটি এ্যাওয়ার্ড’সহ বিভিন্ন শিরোনামে এ্যাওয়ার্ড দিয়ে আন্তর্জাতিক পর্যায় গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে আসছে। এ আয়োজন আমেরিকা, বৃটেন, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে করা হয়ে থাকে। এবছর অনুষ্ঠান হবে সুইজারল্যান্ডের জেনেভায় কনভেনশন সেন্টারে। বিড বিভিন্ন সময়ে ভারতের টাটা, এ্যালেঞ্জার্স, শাহনাজ হারবালস, ইন্ডিয়ান ওয়েল কোঃ, রিলায়েন্স ইন্সুরেন্স কোম্পানী, কোরিয়ার ক্যাপরো এনার্জি কোঃ, চায়নার হংগ ইউয়ান ইলেক্ট্রোনিক্স লিঃ, দুবাই’র বুরজ খলিফা, ম্যাক্সিকো’র ওয়ালমার্ট, হোটেল শেরাটনসহ পৃথিবীর শতাধিক দেশের বিখ্যাত কোম্পানী ও প্রতিষ্ঠানসমূহকে এ্যাওয়ার্ড দিয়েছে। বিজ্ঞপ্তি

আর পড়তে পারেন