বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজয় উল্লাস

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৫, ২০১৯
news-image

 

এ কে সরকার শাওনঃ

একাত্তরে বিস্ময়কর বিজয়ে

দেখেছি বাঙ্গালীর উল্লাস !

লুপ্ত স্বাধীনতা পুনরুদ্ধারে,

মুক্তিরা রচিল নূতন ইতিহাস!

স্বাধীকার জ্বাজল্যমান সূর্যটা,

যেদিন ডুবলো পলাশীর প্রান্তরে!

সেই থেকে বাংলার আকাশে,

শেয়াল-শকুনেরা খেলা করে!

ইংরে-পাকিদের অত্যাচারে

উনিশটি দশক হাহাকার,

স্তূপীকৃত ক্ষোভের বারুদ,

একাত্তরে গর্জিল পুনর্বার !

কখনো খন্ডিত, কখনো সমন্বিত,

যুদ্ধে পুরো বাংলা রক্তাক্ত প্রান্তর!

লাখো লাখো বীরের প্রতিরোধ,

জাতি শপথ নিল ছুঁয়ে অন্তর!

আপামর জনতার দীপ্ত শপথ

চূড়ান্ত লক্ষ্য স্বাধীনতা চাই!

মারো কিংবা মরো,

স্বাধীনতা ভিন্ন অন্য কথা নাই!

স্বাধীকার সূর্যটা ছিনিয়ে এনে

বাংলার আকাশে দিল উড়িয়ে!

দামাল ছেলেরা জানান দিল,

বাঙ্গালী কম নয় কারো চেয়ে!

বাঙ্গালী বীরের জাতি,

আজ সাধ্য কার করে অবহেলা?

বিশ্ব দেখলো সবাই গাইলো

আমার সোনার বাংলা!

—-কবিতাঃ বিজয় উল্লাস

কাব্যগন্থঃ আপন-ছায়া

এ কে সরকার শাওন

শাওনাজ, ঢাকা।

১৬ ডিসেম্বর ২০১৯

আর পড়তে পারেন