শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজ্ঞান অলিম্পিয়ার্ডে প্রথম স্থান পেয়েছে চৌদ্দগ্রামের আঁখি

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৩, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লা জেলা বিজ্ঞান অলিম্পিয়ার্ড প্রতিযোগিতা-২০১৯ তে প্রথম স্থান অধিকার করেছে জেলার চৌদ্দগ্রাম উপজেলার কৃতি শিক্ষার্থী মোসা. আঁখি আক্তার। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটার মো. আব্দুল আজিজের মেয়ে এবং ফেলনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মার্চ) বিকালে কুমিল্লার ফয়জুন্নেছা স্কুলে অনুষ্ঠিত প্রতিদ্বন্ধিতাপূর্ণ জেলা বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০১৯ এ অংশগ্রহণ করে ৮০ জন প্রতিযোগির মধ্যে আঁখি প্রথম স্থান অধিকার করে। এর আগে গত ১৮ মার্চ সোমবার উপজেলা ভিত্তিক একই প্রতিযোগিতায় সে চতুর্থ স্থান অধিকার করে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায়।

ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, আঁখি অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী। প্রতিটি শ্রেণীতেই সে তার সাফল্যের ধারাবাহিকতা প্রদর্শন করেছে। সে আমাদের উপজেলা তথা সমগ্র কুমিল্লার গর্ব। তার এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। দোয়া করি, শিক্ষা জীবনের প্রতিটি ধাপে যেন সে এমন সাফল্য অব্যাহত রাখতে পারে।

আর পড়তে পারেন