শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিখ্যাত চিত্রশিল্পী হতে চান কুমিল্লার তামান্না নুসরাত সিলভিয়া

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৩, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

তামান্না নুসরাত সিলভিয়া । এইচএসসি পাশ করেছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে সাদা কাগজে রং তুলি আর  পেন্সিলের ছোঁয়ায় ফুটিয়ে জীবনের ছবি ফুটিয়ে তুলেন ।

ছোটবেলা থেকেই তার ছবি আকাঁর শখ। অবসর সময় পেলেই বসে যান ছবি আকতে।

গ্রাম ও শহুরে মানুষের জীবন-জীবিকা, পারিবারিক ও সমাজ জীবনের সুখ-দুঃখ, পাওয়া না পাওয়ার চিরাচরিত নিয়মগুলোকেও তার হাতের ছোঁয়ায় সুন্দর করে ফুটিয়ে তুলতে সক্ষম  তামান্না নুসরাত সিলভিয়া । বর্তমানে একজন ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে কাজ করছেন তবে সে স্বপ্ন দেখে, একদিন তার নিজস্ব একটি আর্ট স্কুল হবে। স্বপ্ন দেখে একদিন বিখ্যাত সব চিত্রশিল্পীর নামের সঙ্গে তার নামও থাকবে।

তামান্না নুসরাত সিলভিয়া কুমিল্লা নগরীর আলহাজ্ব জামাল খন্দকার মেঝ মেয়ে এবং ডাঃ হেলাল খন্দকারের ছোট বোন ।

আর পড়তে পারেন