বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপিকে নির্বাচনে আসতেই হবে- ওবায়দুল কাদের

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৩, ২০১৮
news-image

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ,আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন,বিএনপিকে নির্বাচনে আসতেই হবে, নির্বাচনে না আসলে তাদের দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে।

শনিবার (৩ ফ্রেবুয়ারী) বেলা সাড়ে ১১ টায় কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। এসময় কুমিল্লা সদর সাংসদ, মহানগর আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি উপস্থিত ছিলেন।

আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশে আলাদা ব্যবস্থা কেন করবো, সব গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশে নির্বাচন হবে।

তিনি আরো বলেন, নির্বাচনকালীন সরকার ছোট আকারে হবে, তখন মন্ত্রীপরিষদ এখনের চেয়ে কমে যাবে। আইন প্রয়োগকারী সংস্থা চলে যাবে নির্বাচন কমিশনের অধীন, তারা ভয় পাচ্ছে কেন, তাদের নির্বাচনে আসতে হবে্ নির্বাচনে না আসলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে।

নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, যে হুমকি ধমকি দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিএনপি হাওয়ার উপর মিথ্যাচার করে। তাদের তো কোন কাজ নেই, তাদের আছে কথা। বিএনপির কয়েকজন প্যাথলজিকল মিথ্যাচার রয়েছেন। এরা অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায়। কে তাদের হুমকি দেয়, তথ্য প্রমাণ দিলে আমরা ব্যবস্থা নেব।

আর পড়তে পারেন