শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাড়ি ফেরার আগেই লাশ হলেন দক্ষিণ আফ্রিকার প্রবাসী কুমিল্লার গণি

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ

করোনা মহামারি শেষে বাড়ি আসবেন বলে পরিবারকে জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী কুমিল্লার গণি। কিন্তু তার আগেই সন্ত্রাসীদের গুলিতে লাশ হয়ে গেলেন তিনি। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন সেখানকার প্রবাসী এই ব্যবসায়ী। নিহত গণি কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কাছারিবাঘ গ্রামের মতি মিয়ার ছেলে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান।

তিনি জানান, গণি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ব্যবসা করতেন। সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত দল গণির দোকানে প্রবেশ করতে চাইলে কর্মচারীরা বাধা দেয়। বাধা দেওয়ার একপর্যায়ে সন্ত্রাসীরা দোকানের মালিক গণিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গণি নিহত হয়।

ইউপি চেয়ারম্যান আরও জানান, এ ঘটনায় জগতপুর ইউনিয়নের কাছারিবাঘ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আর পড়তে পারেন