শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাহরাইনে নিহত হাজিগঞ্জের দুই প্রবাসীর পরিবারে শোকের মাতম

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৩, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টার ঃ

স্বপ্ন ভেঙ্গে গেছে দুই পরিবারের। গত মঙ্গলবার রাতে বাহরাইনে নিহত চাঁদপুরের কচুয়া উপজেলার আবদুল হান্নান (৪৫) ও হাজীগঞ্জ উপজেলার জাকির হোসেনের (৩৩) বাড়িতে চলছে আহাজারি। জাকির হোসেন হাজীগঞ্জ উপজেলার কালোচোঁ দক্ষিণ ইউনিয়নের বাজনাখাল চাঁদপুর গ্রামের বকাউল বাড়ির আব্দুল রশিদ বকাউলের ছেলে। আবদুল হান্নান কচুয়া উপজেলার কড়াইয়া ইউনিয়নের পরানপুর গ্রামের প্রধানিয়া বাড়ির ফজলুল হক প্রধানিয়ার ছেলে।

জানা যায়, গত ৯ অক্টোবর বাহরাইনের মানামা সিটির কুমিল্লা হোটেলের বিপরীতে একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে ভবনটি ধ্বসে পড়ে। এতে প্রায় ৩০ জন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়। তাদের মধ্যে চাঁদপুরের দুইজন নিহত ও একাধিক প্রবাসী আহত হয়।

নিহত জাকির হোসেনের বাড়িতে সরজমিনে গিয়ে জানা গেছে, জাকিরের স্ত্রী বাকরুদ্ধ হয়ে পড়েন। তাদের আট বছরের দাম্পত্য জীবনে সন্তান নেই। ২০১১ সালে তাদের বিয়ে হয়। আগামী ডিসেম্বর মাসের প্রথম দিকে তিনবছর পর দেশে ফেরার কথা জাকিরের।

হাজীগঞ্জের জাকিরের বাবা বয়োবৃদ্ধ আব্দুল বাসার বলেন, আমার আরেক ছেলে জুলহাস সেখানে আছেন। ঘটনার সময় জাকিরকে কক্ষে রেখে বড় ভাই জুলহাস বাজার করতে যায়। তারপর ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ৬ ছেলে ১ মেয়ের মধ্যে সবার ছোট জাকির। প্রায় ১০ বছর হতে চলল ছেলে বিদেশ আছে।

জাকিরের শ্বশুর আবদুল মালেক বলেন, আমাদের ভাগ্যে যা হবার তা তো হয়েই গেছে। এখন সরকারের কাছে একটাই দাবি জামাতার লাশটা দেশে আনার জন্য দ্রুত ব্যবস্থা করার।

অন্যদিকে কচুয়া উপজেলার হান্নানের পরিবারে স্ত্রী ও তিন ছেলে সন্তান রয়েছে। জানতে চাইলে আবদুল হান্নানের বড় ছেলে মামুন বলেন, ঘটনার কয়েক ঘণ্টা পূর্বে বাবা মায়ের সাথে কথা বলেছিল। শরীরটা ভালো ছিল না। রুমমেটরা পাশের হোটেলে চা খেতে যাওয়ার জন্য প্রস্তাব করলে আর যায়নি। বাবা রুমে ঘুমিয়ে ছিল।

সে আরো জানায়, বাবা আমাদের পরিবারের একমাত্র অবলম্বন। এখন আমাদের কি উপায় হবে। আমরা দ্রুত বাবার মৃতদেহ দেশে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি।

কচুয়া উপজেলার একই গ্রামের বেপারী বাড়ীর দেলোয়ার হোসেন আহত হয়ে বাহরাইনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আর পড়তে পারেন