শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাহরাইনের হাসপাতালে ৫ মাস ধরে পড়ে আছে দাউদকান্দির আলমের মরদেহ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৫, ২০১৭
news-image

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

চলতি বছরের জুলাই মাসে বাহরাইনে সড়ক দুঘর্টনায় মারা গেছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা আলম ।মৃত্যুর পর প্রায় ৫ মাস শেষ হলেও মরদেহ বাংলাদেশে আসেনি। কারণ পরিবার ও বাড়ির সঠিক ঠিকানা না থাকায় দূতাবাস থেকেও যোগাযোগ করতে পারছে না বলে জানা গেছে।

আলম বাহরাইনের ইশা টাউন জিদ-আলিতে একটি ফার্নিচার দোকানে কাজ করতেন ।ওই ব্যবসা প্রতিষ্ঠানে তার নামের পাশে ঠিকানায় কুমিল্লার দাউদকান্দি লেখা রয়েছে।

নোয়াখালীর বাসিন্দা আলমের পাশের রুমমেট ফিরোজ এ বিষয়টি নিশ্চিত করে জানান, আলম ভাই আমার পাশের রুমে থাকতো। ৪ বছর এক সাথে ছিলাম। আলম ভাই ফ্রি ভিসায় ১০ বছর আগে বাহরাইন আসে। তিনি তার বাড়ি দাউদকান্দি উপজেলা বলেছিল। আমি শুনেছি তাঁর মরদেহ বাহরাইনের  কিং হামাদ হাসপাতালে রয়েছে। উনার আত্নীয়-স্বজন কারো ঠিকানা না থাকায় মরদেহ পাঠানোর ব্যবস্থা করতে পারছে না দূতাবাস।

আর পড়তে পারেন