বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বালির বাঁধ- নাসরিন বিনতে হাবীব

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩, ২০১৮
news-image

নাসরিন বিনতে হাবীব•

সেদিনের বাঁধ ভাঙা উচ্ছাস
হারিয়েছে কাশফুলের অরণ্যে—-
ছেঁড়া তুলোর বাতাসে।
তোমার চুম্বনের ঘন নিঃশ্বাসে
এখন আর মন রাঙে না।
আজো আসে বিষন্নতায় ভেসে
আহত পাখি হবার সূচনা
নিঃশ্চুপ আঁধারের সাথে—-
ভেসে আসে সুদূরের বৃষ্টির ঘ্রাণ।
কতোটা ভুল ছিলো আমার
কতোটা ভালোবাসা ছিলো তোমার
আমিও চাইনি জানতে
তুমিও পারোনি বোঝাতে।
জীবনের প্রহর গুনে গুনে
মধ্য প্রহরে এসেছি,
নিজেকে শুধু ঠকিয়েছি
সময়ের স্রোতে ভেসে।
দুঃখের বাদ্য-বাজনা
মনকে করে উন্মাতাল—–
কিছুইতো শেষ হয়নি
গল্পের শুরু না হতেই
সব শেষ করি কোন ভাবনায়
কিসের আশায়!!
কোন রঙীন স্বপ্নে বিভোর থাকি
উচাটন মনকে কি দিয়ে বাঁধি
বালির বাঁধ ছড়িয়ে পড়ে
হৃদয়ের কান্না পায়ের
নুপুরে ছুঁয়ে দিয়ে যায় চুপচুপ।

আর পড়তে পারেন