শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বার্সার কাছ থেকে আরেকটি ‘মুকুট’ কেড়ে নিল পিএসজি!

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৮, ২০১৭
news-image

 

অনলাইন ডেস্ক :

প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ক্লাবটি একের পর এক চমক সৃষ্টি করছে। মাত্র কিছুদিন আগেই ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমরাকে রেকর্ড সর্বোচ্চ ট্রান্সফার ফি’তে দলে ভিড়িয়েছে। এবার বার্সার কাছ থেকে আরেকটি ‘মুকুট’ কেড়ে নিল তারা।
চলতি মৌসুমে ইউরোপে বেতনের পেছনে সবচেয়ে বেশি ব্যয় করেছে কাতারি মালিকানাধীন ক্লাবটি।

এক. পিএসজি: ২৭ কোটি ৯০ লাখ পাউন্ড (শীর্ষ আয়কারী: নেইমার, সপ্তাহে ৫ লাখ ৩৭ হাজার পাউন্ড): গ্রীষ্মের দলবদলের পরই মূলত বেতনে বার্সার শীর্ষস্থান কেড়ে নেয় পিএসজি। নেইমারকে বছরে ৩ কোটি ৩০ লাখ পাউন্ড বেতন দেয় ক্লাবটি। এক নেইমারকে নিয়ে শীর্ষস্থানে রদবদল এনে দিয়েছেন। ব্রাজিলিয়ান তারকা প্রতি সেকেন্ডে আয় করেন ৮৮ পাউন্ড।

দুই. বার্সেলোনা: ২৬ কোটি ৪০ লাখ পাউন্ড (শীর্ষ আয়কারী: লিওনেল মেসি, সপ্তাহে ৫ লাখ পাউন্ড): খেলোয়াড়দের বেতন দিতেই রাজস্বের সিংহভাগ খরচ হয় ইউরোপিয়ান জায়ান্ট বার্সেলোনার। এতদিন এ খাতে তারাই ছিল রাজা। কিন্তু গ্রীষ্মে নেইমারকে হারানোর পর বেতনের পেছনে খরচও হঠাত্ করে বেশ কমে গেছে তাদের।

তবে কেউই এ নিশ্চয়তা দিতে পারেন না যে, আগামী গ্রীষ্মের দলবদলে বার্সা বড় কোনো খেলোয়াড়কে কিনবে না এবং অচিরেই হারানো মুকুট পুনরুদ্ধার করবে না।
তিন. ম্যানইউ: ২৬ কোটি ৪০ লাখ পাউন্ড (শীর্ষ আয়কারী: পল পগবা, সপ্তাহে ২ লাখ ৯০ হাজার পাউন্ড): ম্যানইউর হারানো ঐতিহ্য ফিরে পেতে লড়াই করছেন হোসে মরিনহো। সেরা দল গঠনে তিনি বেশ তত্পর। গত বছর গ্রীষ্মে জ্লাতান ইব্রাহিমোভিচ, হেনরিখ মিখিতারিয়ানকে দলভুক্ত করেন; এবার কিনেছেন রোমেলু লুকাকুকে। আগামী গ্রীষ্মেও বড় বাজেটের দল গড়বেন। সব মিলিয়ে ‘রেড ডেভিল’দের খরচ উর্ধ্বগামীই।

চার. চেলসি: ২৫ কোটি পাউন্ড (শীর্ষ আয়কারী: এডেন হ্যাজার্ড, সপ্তাহে ২ লাখ পাউন্ড): চেলসির অবস্থান ওঠানামা করছে। দিয়েগো কস্তা চলে যাচ্ছেন জানুয়ারিতে। তবে এসেছেন উচ্চবেতনের আলভারো মোরাতা ও তিয়েমো বাকায়োকো। সেস্ক ফ্যাব্রেগাসসহ একঝাঁক তারকাকে উচ্চবেতন দেয় ব্লুজরা।

পাঁচ. ম্যানসিটি: ২৪ কোটি ৪০ লাখ পাউন্ড (শীর্ষ আয়কারী: সের্জিও আগুয়েরো, সপ্তাহে ২ লাখ ২০ হাজার পাউন্ড): এ মাসের শুরুর দিকে গত এক বছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করে ম্যানসিটি। তাতে দেখা যায়, সিটির রাজস্ব ও বেতন দুটোই বেড়েছে। গত এক বছরে তাদের বেতনের পেছনে ব্যয় বেড়েছে ২৫ শতাংশ। বেঞ্জামিন মেন্দি, দানিলো, কাইল ওয়াকারের বেতন অবশ্য এর মধ্যে অন্তর্ভুক্ত হয়নি।

এছাড়া তালিকার ৬ নম্বরে রয়েছেন রিয়াল মাদ্রিদ (২৪ কোটি পাউন্ড), ৭ নম্বরে বায়ার্ন মিউনিখ (২৩ কোটি ৫০ লাখ পাউন্ড), ৮ নম্বরে আর্সেনাল (২১ কোটি পাউন্ড) ৯ নম্বরে লিভারপুল (২১ কোটি পাউন্ড) ও ১০ নম্বরে জুভেন্টাস (১৫ কোটি পাউন্ড)।

আর পড়তে পারেন