বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বার্সার ইতিহাসে সেরা গোল মেসির

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৯, ২০১৯
news-image

স্পোর্টস ডেস্ক :

২০০৭ কোপা ডেল রে সেমিফাইনালের প্রথম লেগে গেটাফের বিপক্ষে অবিশ্বাস্য এক গোল করেছিলেন লিওনেল মেসি। তাঁর ওই গোলকে ভোটাভুটির মাধ্যমে বার্সেলোনার ইতিহাসে সেরা হিসেবে নির্বাচিত করেছে ক্লাবটির সমর্থকেরা

বার্সেলোনার ইতিহাসে সেরা গোল কোনটি? ক্লাবটির ওয়েবসাইটে এ নিয়ে ভোটাভুটিতে সমর্থকেরা বেছে নিয়েছেন লিওনেল মেসির সেই অবিশ্বাস্য গোলকে। ২০০৭ কোপা ডেল রে সেমিফাইনাল প্রথম লেগে গেটাফের বিপক্ষে পাঁচ খেলোয়াড়কে কাটিয়ে গোল করেছিলেন এই আর্জেন্টাইন। বার্সার ইতিহাসে সেরা গোল বেছে নিতে ভোটাভুটির জন্য মনোনীত বাকি ৬৩টি গোলকে পেছনে ফেলে সেরা নির্বাচিত হয়েছে মেসির গোলটি।

এক যুগ আগে করা মেসির গোলটির সঙ্গে অনেকেই ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার করা গোলের সাদৃশ্য খুঁজে পান। পূর্বসূরির মতোই মাঝমাঠ থেকে দৌড় শুরু করে একে একে পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককেও বোকা বানিয়েছিলেন মেসি। বাছাইকৃত মোট ৬৪টি গোলের মধ্যে এ গোলটিকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন বার্সা সমর্থকেরা। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ভোটাভুটিতে ভোট দিয়েছেন পাঁচ লাখেরও বেশি সমর্থক।

ভোটাভুটির চূড়ান্তপর্বে উঠে এসেছিল চারটি গোল। এর মধ্যে তিনটি গোলই মেসির, বাকি গোলটির সার্জি রবার্তোর। এর মধ্যে গেটাফের বিপক্ষে করা মেসির গোলটি সর্বোচ্চ ৪৫ শতাংশ ভোট পেয়েছে। চূড়ান্ত ভোটাভুটিতে ১৬০টিরও বেশি দেশের বার্সা সমর্থকেরা অংশ নেন। সমর্থকদের এ জন্য ধন্যবাদও জানিয়েছেন মেসি। এক ভিডিওবার্তায় বার্সা তারকা বলেন, ‘সেরা হিসেবে আমার গোলকে যাঁরা বেছে নিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। বার্সার ইতিহাসে এটি আরও কিছু সংযোজনের সুযোগ করে দিল।’

আর পড়তে পারেন