শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবার গানে দেখা যাবে ছেলেকে

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৪, ২০১৯
news-image

বিনোদন ডেস্ক :
আগুন ও তাঁর ছেলে মিছিল একসঙ্গে কাজ করলেন। ‘না ফেরার দেশে’ শিরোনামের একটি গান গেয়েছেন আগুন, আর তারই মিউজিক ভিডিওতে দেখা যাবে ছেলে মিছিলকে। আগুন জানান, এরপর থেকে প্রতি মাসেই একটি করে গান করবেন তিনি।

মা বাবাকে নিয়ে লেখা এই গানের গীতিকার জুলফিকার জাহেদি এবং সুর ও সংগীতায়োজন করেছেন খায়াম আহমেদ। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মনজু আহমেদ। মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে মিছিলকে গিটার বাজাতে দেখা যায়।

গানটি নিয়ে আগুন বলেন, ‘প্লেব্যাকে কাজ করার কারণে অডিও বাজার নিয়ে আগ্রহ কম ছিল। এখন দেখলাম যে অডিওতেও অদ্ভুত সুন্দর একটা বাজার আছে। যেহেতু এখন সার্বিকভাবে প্লেব্যাকের অবস্থা ভালো নয়, গান তো গাইতে হবে। সে ক্ষেত্রে মাধ্যমটি বেশ। আমাদের এখন টার্গেট হলো প্রতি মাসে একটা করে গান করা। আর যেহেতু এটা প্লেব্যাক নয়, তাই এখানে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ আছে।’

গানটি তৈরি হওয়া প্রসঙ্গে আগুন বলেন, ‘আমি খায়াম ভাইকে একটা গানের জন্য বলি। তাঁরা ওই সময় এই গান নিয়ে চিন্তা করছিলেন। তখন আমাকে বলেন যে গানটা করো। কাকতালীয়ভাবে এটা হয়ে গেছে। তারপর গানটা দেখে ভালো লাগল। তখন আগে যেভাবে গান তৈরি হতো, সেভাবে আমি, খায়াম ভাই, জুলফিকার মিলে পাঁচ–ছয় দিন আড্ডা দিলাম। গানটা নিয়ে কী করা যায় আলোচনা করলাম। আমরা চেষ্টা করেছি যাতে কোনো ভুল না হয়। আগে যেভাবে সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর একটা কাজ করা হতো, সেভাবেই কাজটি করার চেষ্টা করেছি।’

জি সিরিজের তিন যুগ পূর্তি উপলক্ষে তাদের ইউটিউব চ্যানেলে গতকাল রোববার সন্ধ্যায় উঠেছে গানটি।

আর পড়তে পারেন