শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাময়িক বরখাস্ত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৩, ২০১৯
news-image

 

জাহাঙ্গীর আলম ইমরুলঃ

অনিয়মের অভিযোগে কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানাধীন ১নং শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

এবিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১৭ ডিসেম্বর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উল্লেখিত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে তার ইউনিয়ন হতে অন্য জেলা উপজেলা ও ইউনিয়নের ভূয়া ঠিকানা ব্যাবহার করিদের অনুকূলে জন্মসনদ প্রদানের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অপরাধের বিষয়টি জেলা প্রশাসক কুমিল্লা এর তদন্তে প্রমানিত হয়। কর্তৃপক্ষের বিবেচনায় জনস্বার্থ পরিপন্থী।

জনস্বার্থে উক্ত চেয়াম্যান দ্বারা উক্ত পরিষদের দায়িত্ব পালন করানো প্রশাসনের দৃষ্টিতে সমীচীন নয় মর্মে সরকার মনে করেন।

উল্লেখিত কারনেই স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়াম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িক ভাবে অব্যহতি প্রদান করা হয়েছে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

এবিষয়ে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আর পড়তে পারেন