বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঙ্গরাবাজারে অনুষ্ঠিত হলো বিট পুলিশিং কার্যক্রম

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৭, ২০১৯
news-image

 

ইকবাল হোসেন, বাঙ্গরা বাজার ঃ

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরাবাজারে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা।

বাঙ্গরাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তেন শনিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।বাঙ্গরা বাজার থানা আয়াজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার।

বিট পুলিশিং কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো, এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিং ইত্যাদি বিষয়ে প্রতিরোধ সচেতনতা সৃষ্টি করা।

৬নং পূর্ব বাঙ্গরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠত এ কার্যক্রমে

বাঙ্গরাবাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) অমর চন্দ্র ঘোষসহ বাঙ্গরাবাজারের বিভিন্ন শ্রেণীপেশার জনগণ উপস্থিত ছিলেন। ।

এই কার্যক্রমে বাঙ্গরার সকল সচেতন নাগরিকদের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা – কামরুজ্জামান তালুকদার।

আর পড়তে পারেন