বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলার বিখ্যাত সুলতান আলাউদ্দিন হোসেন শাহের নির্মিত উচাইল মসজিদ সংরক্ষণের উদ্যোগ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৩, ২০১৯
news-image

শাহ ইমরানঃ

সরকারি তালিকাভুক্ত বাংলার বিখ্যাত সুলতান আলাউদ্দিন হোসেন শাহ কর্তৃক ১৪৯৩ খ্রি. নির্মিত হবিগঞ্জ জেলার শায়েস্থাগঞ্জ উপজেলাধীন শংকরপাশা ইউনিয়নের উচাইল গ্রামের ঐতিহাসিক উচাইল মসজিদটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি পরিদর্শন করেন ৷

এ সময় তিনি হবিগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল কবির মুরাদ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমানকে বিভিন্ন দিক নির্দেশনা দেন ৷

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ৷ ঐতিহাসিক এই মসজিদটি সংস্কার-সংরক্ষণ ও প্রাচীণ ঐতিহ্যের আলোকে কাজ করার নির্দেশ দেন সচিব । হবিগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল কবির মুরাদ  প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক বলেন, সুলতানি আমলে নির্মিত বাংলার প্রাচীণ প্রথম সারির বিভিন্ন ধরনের টেরাকৌটা নকশা সমৃদ্ধ মসজিদ হিসেবে বিবেচ্য হওয়ায় চলতি অর্থ বছরে সংস্কার-সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজ শুরু করা হবে ৷

আর পড়তে পারেন