মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলার পবিত্র ভূমি এবার মাফিয়া মুক্ত হবে, অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হবে

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১০, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলার (পশ্চিমবঙ্গ) পবিত্র ভূমি এবার মাফিয়া মুক্ত হবে। এই পবিত্র ভূমি এবার অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হবে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির ডবল ইঞ্জিন সরকার বাংলাকে এক নতুন রাজনৈতিক পরিবেশ উপহার দেবে।

আজ শনিবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে কৃষ্ণনগরে এক সমাবেশে মোদি এ কথা বলেন। মমতা ব্যানার্জিকে ‘দিদি’সম্বোধন করে তিনি আরও বলেন, ‘মুসলিম বোনেদের সমস্যার কথা একবারও ভাবেননি মমতা দিদি। তার নজর শুধু ভোটব্যাঙ্কের দিকেই। ২ মে (নির্বাচনের ফল ঘোষণা) থেকে বাংলায় আসল শাসন থাকবে সরকারের হাতে। গুন্ডাদের কথায় প্রশাসন চলবে না।

পুলিশ স্বাধীনভাবে নিজের কাজ করতে পারবে। দিদি হয়তো দেওয়াল লিখন পড়ে ফেলেছেন। আমি আজ এই মঞ্চ থেকে বলতে চাই বাংলার মা, বোন এবং সকল কন্যা সন্তানদের যে, বাংলায় বিজেপির ডবল ইঞ্জিন সরকার এলে ২৪ ঘন্টা আপনাদের স্বার্থে কাজ করে যাবে বলেও আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদি।

সূত্র : পার্সটুডে।

আর পড়তে পারেন