শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশে সবচেয়ে বেশি নারী ধূমপায়ী!

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৮, ২০১৬

 

timebdnewsক্রোয়েশিয়ার সরকারি এক গবেষণায় দাবি করা হয়েছে, নারী ধূমপায়ীর সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে। তালিকার দ্বিতীয় স্থানে আছে খোদ ক্রোয়েশিয়া। বিশেষজ্ঞরা বলছেন, ধূমপায়ীর সংখ্যা বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাব ফেলছে বেকারত্ব ও মানসিক চাপ।

মোট ২২টি দেশের ওপর গবেষণাটি করেছে ‘ক্রোয়েশিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথ’। গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে স্থানীয় পত্রিকা ‘ক্রোয়েশিয়া উইক’ জানায়, নারী ও পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি ধূমপায়ীর তালিকায় ক্রোয়েশিয়ার অবস্থান সাত নম্বরে। কিন্তু কেবল নারীর হিসাব কষলে তাদের অবস্থান দ্বিতীয়। এ ক্ষেত্রে তালিকার শীর্ষে আছে বাংলাদেশের নাম। তবে বাংলাদেশে নারী ধূমপায়ীর সংখ্যা কত- তা পত্রিকাটি উল্লেখ করেনি।

প্রতিবেদনে বলা হয়, ক্রোয়েশিয়ার ১৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ৩১ শতাংশই ধূমপায়ী। এ ক্ষেত্রে একজনের প্রতিদিন গড়ে সিগারেট লাগে ১৬টি। আর মাথামিছু মাসিক খরচের হিসাব করলে দাঁড়ায় ৭০ ইউরো। সূত্র: ক্রোয়েশিয়া উইক।

 

আর পড়তে পারেন