শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে-ডা. প্রাণ গোপাল দত্ত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১২, ২০১৮
news-image

 

মো.শরিফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন- ‘বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ হচ্ছে। আগামী দেড় বছরের মধ্যে পদ্মাসেতু চালু হবে। দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।

চান্দিনার হারং উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

সভায় সাবেক পৌর মেয়র আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবদুল মান্নান সরকার এর সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও যুবলীগ নেতা মো. দুলাল হোসেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু কাউছার, ছাত্রলীগ নেতা মো. জসিম উদ্দিন ভূইয়া, মো. আনোয়ার হোসেন, মো. আবদুল হান্নান ভূইয়া, সাবেক কমিশনার আবদুল মতিন, ঢাকা মেডিকেল কলেজের সাবেক উপ-সহকারী পরিচালক ডা. মো. জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান ভূইয়া প্রমুখ।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা আবদুল মমিন সরকার, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মো. মজিবুর রহমান, চান্দিনা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. আবু তাহের ভূইয়া, কুমিল্লা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর সহকারী পিপি এ্যাডভোকেট শাহজালাল মিয়া শিপন, মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. লিটন সরকার, আওয়ামীলীগ নেতা সাবেক কাউন্সিলর মো. জয়নাল আবদীন জনি প্রমুখ।

এদিকে মতবিনিময় সভার আগে ভোরে ওই সভামঞ্চে আগুন লাগিয়ে দেয় দুর্বত্তরা। এতে স্টেজ, পেন্ডেল পুড়ে যায়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সাময়িক মেরামত করে ওই মঞ্চেই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আর পড়তে পারেন