শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল – মো. সাইফুল ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০১৭
news-image

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গ্রীণ ইন্টারন্যাশনাল স্কুলে’র উদ্যোগে মঙ্গলবার সকালে অত্র স্কুলে’র বার্ষিক,সাংস্কৃতিক পুরুস্কার ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে’র প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম উপস্থিত হয়ে বক্তব্য বলেন- বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল । সৃজনশীল’র উপর গুরুত্ব দিয়েছে। আপনারা ও সৃজনশীল’র প্রতি নজর দিতে হবে। মায়েদের কে সচেতন হতে হবে। আপনার সন্তান কখন স্কুলে যায়, কার সাথে মিশে এবং কখন ঘুমায়, তা আপনাকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, আপনারা কেউ আনমনা ফেইস বুকে জড়াবেন না। ফেইস বুকে জড়িয়ে নিজের জীবন ও সন্তানের জীবনকে ধ্বংসের দিকে ঠেঁেল দিবেন না।
গ্রীণ ইন্টারন্যাশনাল স্কুলে’র সভাপতি মোঃ তাজুল ইসলাম’র সভাপতিত্বে এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো.ওমর ফারুক এর সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব’র উপদেষ্টা এবিএম আতিকুর রহমান বাশার, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছা সেবকলীগ সদস্য মো. সাদ্দাম হোসেন। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গ্রীণ ইন্টারন্যাশনাল স্কুল’র সহ-সভাপতি মো. নাছির উদ্দিন, ইঞ্জিনিয়ার মনির হোসেন সহ আরো অনেকে প্রমূখ। এদিকে আলোচনা শেষে পুরুস্কার ও বৃত্তি প্রদান করেন উপস্থিত অতিথি বৃন্দরা।

আর পড়তে পারেন